
ছবি: সংগৃহীত
রাশিয়ায় সাইবার হামলা চালাতে নতুন কৌশল অবলম্বন করেছে যুক্তরাষ্ট্র। চীনের কম্পিউটার হ্যাক করেছে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারি মাস থেকেই ক্রমাগত সাইবার হামলার শিকার হচ্ছে চীন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, বিদেশ থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে বসে চীনের কম্পিউটার হ্যাক করা হচ্ছে। পরে হ্যাক করা এসব কম্পিউটার থেকে রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের ওপর সাইবার হামলা চালানো হয়।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, সিএনসিইআরটি/সিসি’র পর্যবেক্ষণে দেখা গেছে ফেব্রুয়ারির শেষের দিক থেকে, চীনের ইন্টারনেট ক্রমাগত বিদেশ থেকে সাইবার আক্রমণের সম্মুখীন হয়েছে। এই বিদেশি গোষ্ঠীগুলো রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের ওপর সাইবার হামলা চালানোর জন্য দেশের কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করেছিল।
বিশ্লেষণের পর তারা দেখতে পেয়েছে এই আক্রমণগুলোর বেশিরভাগই হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দেশ থেকেও সাইবার হামলা চালানো হয়েছে।
/এনএএস



Leave a reply