
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবার্ন
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে আমদানিকৃত জ্বালানী তেল ও গ্যাসের ওপর ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে না বলে জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
শুক্রবার (১১ মার্চ) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক স্ট্যাটাসে এমন তথ্য জানান তিনি। ফ্রান্সে ইইউ নেতাদের সাথে চলমান আলোচনার মধ্যেই এমন তথ্য দিলেন তিনি।

ভিক্টরের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, আমাদের জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বিষয়ক সিদ্ধান্ত আমাদের পক্ষে এসেছে। তেল-গ্যাস সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা দেয়া হবে না। আশা করা যায় সামনের দিনগুলোতে হাঙ্গেরির জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।
ইতোমধ্যেই মস্কোকে বেকায়দায় ফেলতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও মিত্ররা। তারই অংশ হিসেবে রাশিয়ার ওপর ব্যাপক আকারে আরোপ করা হয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বুধবার (৯ মার্চ) রাশিয়া থেকে জ্বালানী তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, রাশিয়া থেকে আমদানি বন্ধ করলে যুক্তরাষ্ট্রে জ্বালানীর দাম বেড়ে যেতে পারে, এ আশঙ্কা থাকার পরও ডেমোক্রেটিক-রিপাবলিকান উভয় পার্টির নেতারা নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছেন।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ১৬তম দিন আজ। যুদ্ধ বন্ধে ইতোমধ্যে মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনও কার্যকরী কোনো সমাধানের পথ পাওয়া যায়নি।
/এসএইচ



Leave a reply