
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের ডেপুটি ইগর ঝকভা
পুতিনের সাথে যে কোনো সময় আলোচনায় বসতে রাজি আছেন জেলেনস্কি বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের ডেপুটি ইগর ঝকভা। খবর সিএনএনের।
শুক্রবার (১১ মার্চ) এক বিবৃতিতে ডেপুটি ঝকভা বলেন, প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্টের সাথে যে কোনো সময় সরাসরি আলোচনায় বসতে রাজি আছেন। তবে এখন রাশিয়ার যে অবস্থান তা নিয়ে জেলেনস্কি কোনো আপস করবেন না বলেও জানান তিনি।
এর আগে, বৃহস্পতিবার (১০ মার্চ) আংকারায় দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার এক বৈঠক হয়, যা শেষ পর্যন্ত ফলপ্রসু হয়নি। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ব্যাপারে ঝকভা বলেন, এটি খুবই ভালো খবর যে তারা বৈঠকে বসেছেন। কিন্তু এটা দুঃখজনক যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন না। যুদ্ধ বন্ধ করা, যুদ্ধবিরতি কার্যকর বা সেনা প্রত্যাহার সবকিছুই একজনের ওপর নির্ভর করছে।
এসময়, ইউক্রেনের নাগরিকরা ইউরোপীয় পরিবারের সদস্য হওয়ার দাবিতে পুরো ইউরোপের নিরাপত্তার জন্য লড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
/এসএইচ



Leave a reply