রুশ-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সেনা পাঠালে ৩য় বিশ্বযুদ্ধ হবে: বাইডেন

|

ছবি: সংগৃহীত

রুশ-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সেনা পাঠালে তা ৩য় বিশ্বযুদ্ধে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর নিউইয়র্ক পোস্টের।

শুক্রবার (১১ মার্চ) ফিলাডেলফিয়ায় হাউস ডেমোক্রেটিক ককাস সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জো বাইডেন বলেন, ৩য় বিশ্বযুদ্ধ এড়াতেই ইউক্রেনে সরাসরি সেনা পাঠাবে না ওয়াশিংটন। তবে ন্যাটোর সীমারেখার প্রতিটি ইঞ্চি রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলেও জানান তিনি। বাইডেন আরও বলেন, রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেন যেন অস্ত্র পায় সেটা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র।

এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে চরম মূল্য রাশিয়াকে দিতে হবে।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply