
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ।
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আরিফুল ইসলাম (৩০) ও শামিম হোসেন (২৮)।
রোববার (১৩ মার্চ) বিকেল ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা মাজার এলাকা ও হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় বুড়িমারী-লালমনিরহাট জাতীয় মহাসড়কের বড়খাতা ও হাতীবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে উপজেলার বড়খাতা মাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। তার বাড়ি উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায়। নিহত আরিফুল ইসলামের বাবার নাম সফিয়ার রহমান।
এর কিছুক্ষণ পর উপজেলার হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় আরেকটি ট্রাকের ধাক্কায় শামিম হোসেন নামে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায়। বাবার নাম আবু তাহেব রব্বানী।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসজেড/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply