আলিয়া-রণবীরের জন্য নির্মাণাধীন বাড়ি (ডানে)। ছবি: সংগৃহীত।
এপ্রিলেই বিয়ে করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুম্বাইয়ের বান্দ্রায় তাদের জন্য তৈরি হচ্ছে নতুন বাড়িও। শোনা যাচ্ছে সেখানে প্রয়াত ঋষি কাপুরের জন্য আলাদা একটি ঘরও রাখছেন তারা। সেখানে বাবা ঋষি কাপুরের প্রিয় চেয়ার ও বইয়ের তাকসহ তার স্মৃতি বিজড়িত আরও কয়েকটি জিনিস রাখার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর এমনটিই জানিয়েছেন কাপুর পরিবারের ঘনিষ্ট এক বন্ধু। ভারতের বিনোদনধর্মী সংবাদ মাধ্যম পিংকভিলাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শোনা যাচ্ছে, রাজস্থানের রণথম্ভোরে বসবে তাদের বিয়ের রাজকীয় আসর। তবে বিয়ের প্রসঙ্গে আলিয়া এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, মনে মনে আমার রণবীরের সাথে বিয়ে হয়ে গিয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সাথে বিয়ে করে নিয়েছি।
প্রসঙ্গত, ২০১৮ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন রণবীর এবং আলিয়া। সোনাম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে উপস্থিত হয়েছিলেন এই জুটি। শোনা যাচ্ছে, আরও আগেই বিয়ে করে ফেলতেন তারা। করোনার কারণে পিছিয়ে যায় সেই পরিকল্পনা। তবে সামনের মাসেই বিয়ের কাজ সেরে ফেলে একসাথে সংসার সাজাবেন রণবীর-আলিয়া এমনটিই জোর গুঞ্জন বলিপাড়ায়।
এসজেড/
Leave a reply