
ফাইল ছবি
বরিশাল ব্যুরো:
বরিশালের হিজলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৪ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হিজলা থানার ওসি ইউনুস মিয়া জানান, মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক ভ্যানচালক কুদ্দুস মিয়া (৪২) ও স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেনীর ছাত্র মো. ইয়াসিন (১৫)। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে ভর্তির পর ইয়াসিন মারা যান।
ভ্যানচালক কুদ্দুস মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয় বলে জানান তিনি।
/এসএইচ



Leave a reply