
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে পারমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ২০ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য নিয়ে লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে দীর্ঘদিন ধরে ঠাকুর ও মৃধা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে প্রায় দেড় বছর আগে মৃধা গ্রুপের নূর ইসলাম (৫৫) ও ইকবাল মৃধাকে (৪২) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এরপর দুইগ্রুপের দ্বন্দ্ব-সংঘাত প্রকট আকার ধারণ করে।
এর জের ধরে আজ শনিবার সকালে ঠাকুর গ্রুপের লোকজন মৃধা গ্রুপের লিটু (৫০) ও আকরামকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মৃধা গ্রুপের লোকজন ঠাকুর গ্রুপের খায়েরকে (৩৮) কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।



Leave a reply