সৌদি তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের রকেট ও ড্রোন হামলা

|

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে আরামকোর তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। খবর
শুক্রবার (২৬ মার্চ) জেদ্দায় শীর্ষ সৌদি তেল রফতানিকারক আরামকোর তেল সংরক্ষণাগারে চালানো হয় এসব রকেট ও ড্রোন হামলা।

দুটি স্টোরেজ ট্যাংকে এসময় আগুন লেগে গেলেও ঘটেনি কোনো হতাহতের ঘটনা। ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর দাবি, ১৬টি রকেট হামলা চালিয়েছে তারা।

অপরদিকে, সৌদি আরব বলছে, হুতিদের হামলায় এটাই রিয়াদের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি। এ নাশকতার কঠোর সমালোচনা করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। হামলার ফলে তেল উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা কর্তৃপক্ষের। এ হামলার কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে সৌদি সরকার।

প্রসঙ্গত, হামলার সময় বিশ্বখ্যাত জনপ্রিয় মোটর রেসিং ফর্মুলা ওয়ান চলছিল জেদ্দায়। তবে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজন চলবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply