সীমান্তরক্ষী বাহিনীতে সৌদি নারীরা

|

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীতে যোগদানের সুযোগ পেতে যাচ্ছেন সৌদি নারীরা। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। খবর আরব নিউজের।

বৃহস্পতিবার (২৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (২৬ মার্চ) থেকে সীমান্তরক্ষী বাহিনীতে যোগদানের জন্য আবেদন করতে পারবেন সৌদি নারীরা। তার পরবর্তী ৬ দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীতে আবেদনের সুযোগ পাবেন তারা।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবের সশস্ত্র বাহিনীতে নারীদের যোগদানের সুযোগ করে দেয়ার সিদ্ধান্ত নেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর থেকে সৌদি নারীরা সশস্ত্র বাহিনীতে যোগ দিতে শুরু করেন। ২০২১ সালের সেপ্টেম্বরে দেশটির নারী সেনাসদস্যদের প্রথম দল তাদের প্রশিক্ষণ শেষ করেছেন।

/এসএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply