যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার শিকার অর্ধ শতাধিক গাড়ি

|

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় তীব্র তুষারপাতের কবলে পড়ে দুর্ঘটনার শিকার একসাথে অর্ধ শতাধিক গাড়ি। সোমবারের (২৮ মার্চ) ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত তিন জন। আহত আরও বেশ কয়েকজন।

প্রশাসন জানায়, ঘন কুয়াশা এবং তুষারের কারণে নিয়ন্ত্রণ হারায় বেশ কয়েকটি গাড়ি। ফলে একের পর এক গাড়ি এসে ধাক্কা লাগে অপর গাড়ির সাথে। আগুন ধরে যায় কয়েকটি গাড়িতে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার ফলে মুহূর্তেই অচল হয়ে পরে গোটা হাইওয়ে। আটকে পড়াদের সহায়তায় এগিয়ে আসে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। মার্কিন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, এমন বৈরী আবহাওয়া থাকবে আরও কয়েক দিন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply