
ছবি: সংগৃহীত।
ইফতারিতে ব্যবহার করা হয়, এমনসব সবজি দাম এখন ক্রেতার নাগালের বাইরে। কোনো কোনো সবজি দাম একশো টাকা ছুঁয়েছে। বেড়েছে মাছ ও মাংসের দামও। তবে স্বস্তি এসেছে পেঁয়াজ, ছোলা ও ডালের দামে। ভোজ্যতেলের সরবরাহ খানিকটা বেড়েছ। মিলছে ১৫০ টাকা লিটারে।
মাত্র এক সপ্তাহ আগে প্রতি কেজি শসার দাম ছিলো ৫০ টাকা। শুক্রবারের (১ এপ্রিল) বাজারে তা ৮০-৯০ টাকা। কেজিতে ৩০ টাকা বৃদ্ধি পেয়ে এক কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। করলার দরও সেঞ্চুরির আশেপাশে। টমেটো কিংবা গাজর কিনতে হলেও গুনতে হবে ৬০-৭০ টাকা। যা তিন দিন আগেও মিলেছে ৩০-৩৫ টাকায়।
ইফতারিতে যারা লেবু শরবতের স্বাদ পেতে চান, দুঃসংবাদ আছে তাদের জন্যও। এক হালির জন্য দিতে হবে ১০০ টাকা। সবজির এমন অস্বাভাবিক দর, চাপে ফেলেছে সীমিত আয়ের মানুষদের।
চড়ামূল্যের বাজারে এমনিতেই মাছ-মাংসের দোকান এড়িয়ে চলেন, অনেক নিম্ন আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন, মাত্র দু’দিনের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজি প্রতি ৪০-৮০ টাকা পর্যন্ত বেড়েছে। নদীর মাছের স্বাদ নিতে চাইলে, এক কেজি মাছের জন্য দিতে হবে ৬০০ টাকার বেশি। মাত্র দু’দিন আগে ১২০-৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া, তেলাপিয়া ও পাঙ্গাস মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়। আর কেজিতে ২০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সাড়ে ৬০০ টাকা কেজির নিচে মিলছে না, গরুর মাংস।
চড়ামূল্যে স্থিতিশীল, ছোলা, ডাল, চিনির দর। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। আর মান ভেদে প্রতি কেজি মশুর ডালের দর ১০০ থেকে ১২০ টাকা। কেজিতে দশ টাকা কমে প্যাকেটজাত সাদা চিনি বিক্রি হচ্ছে ৭২ টাকায়।
এসজেড/



Leave a reply