‘এক দশকে সবচেয়ে বড় খাদ্য সংকটের মুখোমুখি পশ্চিম আফ্রিকার দেশগুলো’

|

ছবি: সংগৃহীত

এক দশকের মধ্যে সবচেয়ে বড় খাদ্য সংকটের মুখোমুখি পশ্চিম আফ্রিকার দেশগুলো। সংঘাত, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে অঞ্চলটি বিভিন্ন দেশের প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষ এ সংকটে ভুগছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা অক্সফামসহ অন্যান্য সংস্থাগুলো বলছে, দ্রুত ব্যবস্থা না নিলে চলতি বছরই এ সংখ্যা সাড়ে ৩ কোটি ছাড়াতে পারে। খবর আলজাজিরার।

আন্তর্জাতিক সংস্থাগুলোর গবেষণা বলছে, পশ্চিম আফ্রিকার দেশগুলোতে অনাহারী মানুষের সংখ্যা ২০১৫ সালে ছিল ৭০ লাখ। অথচ ৭ বছরে এ সংখ্যা ৪ গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৭০ লাখে। এমনকি চলতি বছরের জুনের মধ্যে এ সংখ্যা সাড়ে তিন কোটি ছাড়াতে পারে এমন শঙ্কা করা হচ্ছে।

অক্সফামের পরিচালক দায়ালাক সিদি বলেন, করোনাসহ বেশ কিছু কঠিন পরিস্থিতি পার করছে বিশ্ব। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে দাতা গোষ্ঠী এবং সংস্থাগুলো যদি এখনই সতর্ক না হয় তাহলে ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে। কারণ গেল ১০ বছরে অনাহারী মানুষের সংখ্যা বেড়েছে ৪ গুণ। তাই এখনই ব্যবস্থা নেয়া প্রয়োজন।

এ অবস্থায় রুশ-ইউক্রেন সংঘাতের কারণে দেশ দুটি থেকে বন্ধ হয়ে গেছে গমসহ বিভিন্ন খাদ্যশস্য আমদানি। ফলে বুরকিনা ফাসো, মালি, নাইজারের মতো দেশগুলোয় খাদ্যদ্রব্যের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

দায়ালাক সিদি আরও বলেন, খাদ্য সংকটের আরেকটি কারণ ইউক্রেন সংঘাত। পশ্চিম আফ্রিকার অন্তত ৬টি দেশের গম ও শস্যের প্রধান উৎস রাশিয়া এবং ইউক্রেন। কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশ দু’টি থেকে খাদ্য আমদানি করতে পারছে না পশ্চিম আফ্রিকার দেশগুলো। ফলে ভয়াবহ খাদ্য সংকটের শঙ্কা দেখা দিয়েছে পশ্চিমা আফ্রিকান অঞ্চলে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply