বিচারকের সামনেই আত্মহত্যার হুমকি দিয়ে নিজের গলায় ছুরি চালানোর সময় আটক বাবর।
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের আদালতে বিচার চলাকালে বিচারকের সামনেই আত্মহত্যার হুমকি দিয়ে নিজের গলায় ছুরি চালানোর সময় আটক হয়েছেন এক যুবক। বিচারকের নির্দেশে আদালতের দায়িত্বে থাকা পুলিশ তাকে আটক করে, এরপর মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. অহিদ উল্লাহ্ সরকার জানান, সন্ধ্যায় আদালতের পেশকার হারুনুর রশিদ বাদী হয়ে আত্মহত্যা চেষ্টার অভিযোগে নগরের কোতোয়ালি থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন। ওই যুবকের নাম মো. জাকের ওরফে বাবর (৩০)। তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানার মাদারবাড়ি টং ফকির মাঝার এলাকার জনৈক আব্দুর রাজ্জাকের ছেলে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে সহ. কমিশনার মো. অহিদ উল্লাহ্ সরকার বলেন, দুপুরে আদালত চলাকালে হঠাৎ এজলাস কক্ষে বাবর প্রবেশ করেন। এসময় বাবর হাত তুলে চিৎকার করে ‘আমি কিছু বলতে চাই’, ‘আমার কথা শুনতে হবে, আমার মামলা নিতে হবে’ ইত্যাদি বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন।
এ সময় দায়িত্বরত পুলিশ বাবরকে থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে কোমর থেকে ছুরি বের করে নিজের গলায় চালানোর চেষ্টা করেন বাবর৷ তখন তিনি বলছিলেন, মামলা না নিলে আমি আত্মহত্যা করব। এসময় পুলিশ তাকে আটক করে।
আদালতের পেশকার হারুন অর রশিদ জানান, ১০-১৫ দিন আগেও ছেলেটি একই আদালত কক্ষে প্রবেশ করে তার কথা শোনার জন্য বিচারককে অনুরোধ করেন। তখন বিচারকের সামনে তার অভিযোগ আছে উল্লেখ করলে বিচারক বলেন, আপনি আইনজীবীর মাধ্যমে বা থানায় গিয়ে আপনার অভিযোগ করুন। এ নিয়ে ছেলেটি কয়েক মাসে তিনবার একই আদালতে এসেছিলেন। সর্বশেষ এ ঘটনা ঘটান তিনি৷
/এসএইচ
Leave a reply