ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত

|

ফাইল ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের আগে উপজেলার নারান্দি ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন (রায়হান) একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। অপরদিকে ঘাতক ভাগ্নে জাহিদুল ইসলাম (মহসিন) কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

জানা গেছে, ঘাতক মহসিন গত দুই মাস আগেও মামা রায়হানের উপর হামলা চালায়। সে সময় প্রাণে বেঁচে যান রায়হান। বৃহস্পতিবার সন্ধ্যার আগে টিউবওয়েলে ওজু করতে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মহসিন কিরিচ দিয়ে রায়হানেরকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
      
আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে এবং ঘাতককে আটকসহ এ ব্যাপারে আাইনানুগ সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply