
ছবি: সংগৃহীত
ফিরতি লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে আসরের শেষ আট থেকেই বিদায় নিলো বার্সেলোনা। ঘরের মাঠে ৩-২ গোলে হেরেছে কাতালান ক্লাবটি। সবমিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে ফ্রাঙ্কফুর্ট।
দু’দলের প্রথম লড়াই ১-১ সমতায় শেষ হয়েছিল। ফিরতি লেগে ন্যু ক্যাম্পে ম্যাচের চার মিনিটেই এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। দলটির ফরোয়ার্ড লিন্ডস্ট্রমকে ফাউল করে পেনাল্টি উপহার দেন এরিক গার্সিয়া। সফল স্পট কিকে ব্যবধান গড়েন ফিলিপ কস্তিচ। ৩৬ মিনিটে রাফায়েল বোরের গোলা শটে লিড দ্বিগুণ করে জার্মান ক্লাবটি।
বিরতির পর নিজের দ্বিতীয় গোলের দেখা পান ফিলিপ। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। ৮৪ মিনিটে সার্জিও বুসকেটসের গোল অফসাইডে বাতিল হয়। তবে যোগ করা সময়ে ঠিকই ব্যবধান কমান এই স্প্যানিশ ডিফেন্ডার। আর একেবারে শেষ মুহূর্তে মেমফিস ডিপাইয়ের সফল স্পট কিকও পারেনি বার্সেলোনার বিদায় ঠেকাতে। ১৫ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেলো ক্লাবটি।
ইউএইচ/



Leave a reply