
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি।
ইউক্রেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। এমন শঙ্কা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এই শঙ্কা জানান তিনি।
ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট পারমাণবিক বা রাসায়নিক অস্ত্রের মাধ্যমে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন। কারণ হিসেবে জেলেনস্কি বলেন, পুতিনের কাছে ইউক্রেনের নাগরিকদের জীবনের কোনো মূল্য নেই। বিষয়টি শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো বিশ্বের জন্য এটি উদ্বেগের ইস্যু বলেও জানান তিনি।
এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবর বলছে, পশ্চিমা শক্তি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ সংক্রান্ত একটি চিঠি এরই মধ্যে বাইডেন প্রশাসনের কাছে পাঠিয়েছে মস্কো। সম্প্রতি যুক্তরাষ্ট্র উচ্চক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দেয় ইউক্রেনে। প্রেসিডেন্ট বাইডেনের ঘোষিত ৮শ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের অধীনে এসব অস্ত্র পাঠানো হবে। ওই ঘোষণার পরই এই হুঁশিয়ারি দিলো রাশিয়া।
তবে বাইডেন আগেই বলেছেন, আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত ইউক্রেনের সাহসী মানুষের পাশে আছে আমেরিকার জনগণ। আমরা ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে বিরতি দিতে পারি না।
/এডব্লিউ



Leave a reply