১৭ বছরের কিশোরীর সন্তান প্রসব, ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১২ বছরের কিশোর

|

প্রতীকী ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাডুতে ১৭ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে সন্তান প্রসব করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গ্রেফতার করা হয়েছে ১২ বছর বয়সী এক কিশোরকে।

শুক্রবার (২২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন একটি প্রতিবেদন প্রকাশ করে। তামিলনাডুর থাঞ্জাভুর জেলায় ঘটেছে এমন ঘটনা।

যদিও পুলিশ জানায়, শুধু ভুক্তভোগী কিশোরীর অভিযোগের প্রেক্ষিতেই আটক করা হয়েছে ওই কিশোরকে। এই ঘটনায় অন্য কেউ অপরাধী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তারা দুজনেই প্রতিবেশী ও স্কুল থেকে ড্রপআউট বলে জানায় পুলিশ।

থাঞ্জাভুর পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল পেট ব্যথা নিয়ে রাজা মিরাসুদার সরকারি হাসপাতালে ভর্তি হয় ওই কিশোরী। এরপর এক কন্যাসন্তানের জন্ম দেন ১৭ বছর বয়সী ওই কিশোরী। তবে সন্তানের বাবা কে সে বিষয়ে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: যুবসমাজ বিপথে যাচ্ছে দোহাই দিয়ে টিকটক, পাবজি নিষিদ্ধ করলো তালেবান

পরে, পুলিশ তদন্ত করে জানতে পারে ওই কিশোরীর সাথে ১২ বছরের ওই কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। ডিএনএ পরীক্ষা করে কিশোরের বয়স নিশ্চিত হয় পুলিশ। পরে ওই কিশোরকে কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply