রকেট হামলার অভিযোগে গাজায় প্রবেশের একমাত্র ক্রসিং বন্ধ করলো ইসরায়েল

|

ইসরায়েলে রকেট হামলার অভিযোগে গাজা উপত্যকায় প্রবেশের একমাত্র পথ ইরেস ক্রসিং বন্ধ করে দিয়েছে দেশটি।

গাজা থেকে তিনটি রকেট ছোঁড়ার অভিযোগে গাজায় প্রবেশ ও বের হওয়ার একমাত্র পথ ইরেস ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এটিই একমাত্র ক্রসিং যার মাধ্যমে অবরুদ্ধ গাজার বাইরে যাওয়া আসা করতেন ফিলিস্তিনি শ্রমিকরা। এটি বন্ধ করে দেয়ায় বিপাকে পড়তে হবে তাদের। খবর আল জাজিরার।

শুক্রবার (২২ এপ্রিল) গাজা থেকে তিন দফা রকেট হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে ইসরায়েলি বাহিনী। শুক্রবার গভীর রাতে এমন অভিযোগের পর শনিবার (২৩ এপ্রিল) সকাল থেকেই ক্রসিং বন্ধ করেছে ইসরায়েল। তাদের দাবি, গাজা থেকে ছোড়া তিন রকেটের একটি ইসরায়েল ভূখণ্ডে একটি খোলা মাঠে আঘাত করে, অন্যটি ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরেই কোথাও পড়েছিল। তবে তৃতীয়টি কোথায় পড়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

শুক্রবারের বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল যে, গাজা থেকে চারটি রকেট ছোড়া হয়েছিল, যা আয়রন ডোম দ্বারা প্রতিহত করেছে তারা। জবাবে গাজার উদ্দেশ্যে তারাও পাল্টা রকেট হামলা চালায়।

প্রসঙ্গত, প্রতি বছরই রমজান মাসে অভিযান ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় ইসরায়েল। গত কয়েকদিনের অভিযানে ইতোমধ্যেই ১৪ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদি বাহিনী। এছাড়া কোনো কারণ ছাড়াই হামলা চালিয়েছে আল আকসায় নামাজ পড়তে আসা হাজারো ফিলিস্তিনির ওপরে। এ হামলায় কয়েকশ ফিলিস্তিনি আহত ও আরও কয়েকশ জনকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, ২০২১ সালের রমজানে আল-আকসায় সপ্তাহব্যাপী বিক্ষোভ ও অভিযানের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ১১ দিনের ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে কমপক্ষে ২৩২ জন ফিলিস্তিনি এবং ১২ জন ইসরাইলি নিহত হন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply