
ছবি: সংগৃহীত
আগের ম্যাচেই জয় ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতেছিলে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তাই শুক্রবার (২৯ এপ্রিল) স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচটি মেসি-নেইমার-এমবাপ্পেদের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিতকতার। এই ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে শিরোপাজয়ীরা।
পিএসজির বিপক্ষে প্রথম লিড নেয় অবশ্য স্ত্রাসবুর্গই। ম্যাচের তিন মিনিটেই গেমিরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৩ মিনিটে কিলিয়ান এমবাপ্পে সমতায় ফেরায় পিএসজিকে। এরপর ৬৪ মিনিটে আশরাফ হাকিমির গোলে এগিয়ে যায় পোচেত্তিনোর দল। আর ৬৮ মিনিটে এমবাপ্পে দ্বিতীয় গোল করে পিএসজিকে এগিয়ে দেন ৩-১ গোলে।
কিন্তু এরপর দারুণভাবে ম্যাচে ফেরে স্ত্রাসবুর্গ। ৭৫ মিনিটে প্রতিপক্ষের কর্নার ঠেকাতে গিয়ে পিএসজির ভেরাত্তি আত্মঘাতী গোল করলে ব্যাবধান কমায় দলটি। আর ইনজুরি সময়ে অ্যান্থনি ক্যাসি স্কোরশিটে নাম তুললে ড্র আদায় করে নেয় স্ত্রাসবুর্গ।
আরও পড়ুন: রাতেই ৩৫ তম লা লিগা শিরোপা নিশ্চিত করবে রিয়াল?
জেডআই/
 
				
				
				
 
				
				
			


Leave a reply