
ছবি: প্রতীকী
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে তিনটার দিকে নিজের বাসা থেকে পাশের চাচার বাসায় যাওয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে যায় রহিম। এ সময় বাড়ির লোকজন সাথে সাথে তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌফিক হাসান সৌরভ বলেন, শিশুটিকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি।
ইউএইচ/



Leave a reply