ছবি: প্রতীকী
সাভার পৌর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণ সরকার নামের এক ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, সোমবার রাতে সন্ত্রাসীরা সাভার পৌরসভা এলাকার আড়াপাড়া জমিদারবাড়ি পুকুর পাড়ে কৃষ্ণ সরকারকে মারধর ও ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে চেষ্টা চলছে।
ইউএইচ/
Leave a reply