গাজীপুরে ইউনিয়ন ব্যাংকের এসি বিস্ফোরণে আহত ৪

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি ব্যাংকের এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (৮ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে ইউনিয়ন ব্যাংকের মৌচাক শাখায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ পরিদর্শক সাইফুল ইসলাম।

ব্যাংক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ঢাকা থেকে তিনজন ইলেকট্রিসিয়ান আসে ইউনিয়ন ব্যাংকের সার্ভার রুমের এসি সার্ভিসিংয়ের জন্য আসেন। সার্ভিসিংয়ের এক পর্যায়ে দুপুর ৩টায় হটাৎ করে এসির বিস্ফোরণ ঘটে। এতে সার্ভার রুমে কর্মরত ব্যাংকের দুই কর্মকর্তা গিয়াস উদ্দিন (৩২) ও শরিফ উদ্দিন তাহসিনসহ (২৪) এসির ইলেকট্রিসিয়ান জাকারিয়া চৌধুরী (২৬) ও আমিনুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে প্রথমে মৌচাক পপুলার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেলে পাঠান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এসি বিস্ফোরণের খবর শুনে ২টি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনার পর ব্যাংক লেনদেন সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply