ঢাকায় চিকিৎসাধীন সীতাকুণ্ড ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থার উন্নতি হলেও কাউকে শঙ্কামুক্ত বলা যাবে না বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
আহতদের অধিকাংশরই চোখের সমস্যা থাকায় চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর দীন মোহাম্মদ নুরুল হক বার্ন ইউনিট পরিদর্শন করেছেন। তবে তিনি জানান দগ্ধদের চোখে বড় কনো জটিলতা নেই।
ফায়ার ফাইটার গাউসুল আজমের নিশ্বাস নিতে কষ্ট হওয়ায় আইসিইউ থেকে আবারও লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। গতকাল তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছিল। এ মুহূর্তে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন তিনজন। এছাড়া আরও ১৭ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
এ ঘটনায় চট্টগ্রাম থেকে মোট ২৬ জনকে আনা হয়েছিল। একজনের কোভিড পজেটিভ হওয়ায় বুধবার থেকেই তিনিসহ দুজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
এদিকে এখনও নিখোঁজদের খোঁজে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিটিউটে আসছেন স্বজনরা।
/এডব্লিউ
Leave a reply