বেনাপোলে ড্রাম বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

|

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে আসিব বাবু ওয়ার্কশপে একটি ড্রাম কাটার সময় বিস্ফোরণে ইমন (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মৃত ইমন উক্ত গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে স্থানীয় একটি বাজারে একটি পুরাতন ড্রাম কেটে চাউলের ড্রাম তৈরি করতে গেলে বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয়। এ সময় ইমন নামে ওই শ্রমিক মারাত্মকভাবে জখম হয়।

স্থানীয়রা জানায়, বালুন্ডা বাজারে আসিব বাবু নামে একটি ওয়ার্কশপে কাজ করে ইমন। স্থানীয় এক ব্যক্তি বাগআঁচড়া বাজার থেকে একটি ড্রাম কিনে ওই ওয়ার্কশপে যায় ড্রামটি কেটে একটি চাউলের ড্রাম তৈরির জন্য। এ সময় কাদের নামে ওয়ার্কশপের মালিক ইমনকে ড্রামটি কেটে চাউলের ড্রাম তৈরির জন্য বলে। ড্রামটি কাটার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং ইমন মারাত্মকভাবে জখম হয়। ওয়ার্কশপের মালিক স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরিক্ষা করে ইমনকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, আজ দুপুরে বালুন্ডা বাজারে একটি ড্রাম কাটার সময় তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটে এবং ইমন নামে একটি ছেলে মারাত্মকভাবে জখম হয়। ডাক্তারের কাছে নেয়ার পথে সে মারা যায়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply