এবার পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন হবে: ইমরান খান

|

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনের তারিখ চূড়ান্ত করবেন। খবর দ্য ডনের।

বুধবার (৮ জুন) ইসলামাবাদে তার দল পিটিআই-এর জাতীয় কাউন্সিলে সভায় ভাষণ দেয়ার সময় ইমরান খান বলেন, তার দল আইনজীবীদের সাথে পরামর্শ করছে এবং তিনি দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ হবে।

এসময় খান আরও বলেন, আমি দলের সব সংগঠনকে প্রস্তুত থাকতে আহ্বান জানাচ্ছি। খুব তাড়াতাড়ি আমরা একটি তারিখ চূড়ান্ত করতে যাচ্ছি এবং আনন্দোলন শুরু করবো।

এর আগে ক্ষমতা থেকে উৎখাতের পর থেকে পাকিস্তানের এ সাবেক প্রধানমন্ত্রী বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ জানিয়ে আসছেন। সম্প্রতি তিনি বর্তমান শেবাজ সরকারের বিরুদ্ধে বেশ কিছু র‍্যালিও করেছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply