কক্সবাজারে আসল র‍্যাবের হাতে আটক ২ ভুয়া র‍্যাব

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া বালুখালী এলাকা থেকে র‍্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণের দায়ে ২ যুবককে আটক করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়। বিকালে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মনজুর মেহেদী।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানি রাজপাট এলাকার আকবর আলী মুন্সীর ছেলে সুমন মুন্সী (৩০) ও উখিয়ার ময়নারঘোনা এলাকার মৃত মো. আবুর ছেলে শহিদ সিকদার (৪০)।

র‍্যাবের মেজর মনজুর মেহেদী জানান, উখিয়ার পালংখালী ইউনিয়নস্থ বালুখালী বাজারে বিভিন্ন দোকানে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবত র‍্যাব পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি, লুটপাট, ডাকাতি, অপহরণ ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কার্যক্রম করে আসছে।

তিনি জানান, সুমন মুন্সি এবং তার অপর দুই সহযোগী মো. কাশেম ও শহিদ সিকদারসহ উখিয়ার থ্যাইংখালী রোড থেকে জনৈক রোহিঙ্গাকে র‍্যাব পরিচয় দিয়ে অপহরণ করে তার কাছ থেকে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভুক্তভোগী তাদেরকে ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাদের কাছ থেকে মুক্তি পায়। তারা ঈদকে সামনে রেখে র‍্যাব পরিচয়ে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণের টার্গেট নিয়ে অপরাধ করার সময় র‍্যাব-১৫ তাদের আটক করে। এসময় তাদের তল্লাশি করে ২টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ২টি ভুয়া র‍্যাব আইডি কার্ড, ২টি র‍্যাব জ্যাকেট, ১টি হাতকড়া, ২টি পিস্তল কভার, ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। আটক সুমন মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

আটককৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply