
ছবি: সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফায়াজ চৌহান দাবি করেছেন, দলটির চেয়ারপারসন ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যায় খুনি ভাড়া করা হয়েছে।
এক টুইটে ফায়াজ চৌহান লিখেছেন, আমার কাছে বিস্তারিত তথ্য আছে কিছু লোক পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যা করতে ‘কোচি’ নামের আফগানিস্তানের এক সন্ত্রাসীকে নির্দেশ দিয়েছেন। তবে ইমরান খানকে কে বা কারা হত্যার ষড়যন্ত্র করছে তা পরিষ্কার করেননি সাবেক প্রাদেশিক মন্ত্রী। চলতি বছরের শুরুতে সংসদীয় বিদ্রোহে পদচ্যুত হন তিনি।
জিও টিভির প্রতিবেদনে বলা হয়, ইমরান খান প্রাণনাশের হুমকিতে আছেন- এ দাবি পিটিআইয়ের শীর্ষ নেতাদেরও। খোদ সাবেক প্রধানমন্ত্রীও একাধিক অনুষ্ঠানে এ বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে জীবননাশের হুমকিতে আছেন তিনি। পরিপ্রেক্ষিতে গত মে মাসে তার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
/এনএএস



Leave a reply