
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনকে সক্ষম হয়।
শনিবার (২৫ জুন) দুপুর দুইটার দিকে দুলাল মিয়ার ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশে থাকা আরও ৮ গোডাউনে ছড়িয়ে পড়ে।এসময় একটি বসতবাড়িও আগুনে পুড়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর থেকে দুইটি ও কাশিমপুরের ডিবিএলের একটিসহ মোট ৩টি ইউনিট নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করে।
গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, দুপুর দুইটার দিকে ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
/এডব্লিউ
 
				
				
				
 
				
				
			


Leave a reply