
ন্যাটোর জন্য হুমকি নয় চীন, এ মন্তব্য করেছেন সামরিক জোটটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তবে সামরিক জোটটির সদস্য দেশগুলোর জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে বেইজিং। সেটা মোকাবেলা করাই এখন ন্যাটোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
জেন্স স্টলটেনবার্গ বলেন, চীন ন্যাটোর শত্রু নয়। কিন্তু আমাদের মূল্যবোধ, স্বার্থ ও আমাদের নিরাপত্তার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে বেইজিং। তবে চীনকে ঠেকানোই এখন জোটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন জেন্স স্টলটেনবার্গ।
/এমএন
 
				
				
				
 
				
				
			


Leave a reply