ঈদ উদযাপনে বাড়িতে এসে সাপের কামড়ে যুবকের মৃত্যু

|

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিষধর সাপের কামড়ে সোয়াঈদ মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোয়াঈদ মিয়া উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নতুন পাড়ার মো. বিল্লাল মিয়ার ছেলে।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা যায় সোয়াঈদ মিয়া সিলেটে ফার্নিচারের ব্যবসা করতেন। ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে আসেন তিনি। শুক্রবার রাতে বন্ধুদের সাথে বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যান তিনি। দিনগত রাত ১টার দিকে তিনি হঠাৎ বন্ধুদের জানান, তার ডান পায়ে সাপ কামড় দিয়েছে। এরপর শনিবার ভোরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিলেও শরীরে বিষ ছড়িয়ে পাড়ায় কুমিল্লায় নেয়া সম্ভব হয়নি।

এ দিন বিকাল পর্যন্ত স্থানীয় সাপুড়েদের দিয়ে গ্রাম্য চিকিৎসা দেয়া হয় সোয়াঈদকে। পরে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৫টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়েই মৃত্যু হয়েছে সোয়াঈদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply