
ছবি: সংগৃহীত
ইউরোপের বিভিন্ন দেশে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে দাবানল। স্পেন, ফ্রান্স, পর্তুগালে পুড়ছে হাজার হাজার হেক্টর এলাকা।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনের দক্ষিণাঞ্চলে। আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকায়। মালাগা ও কোস্টা ডে সোল থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৬ হাজার মানুষকে। বাতাসের তীব্রতায় আরও দ্রুতবেগে ছড়াচ্ছে আগুন। দমকল বাহিনীর কয়েক হাজার কর্মী লড়ছে আগুন নিয়ন্ত্রণে। তবে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাহাড়ি এলাকায় প্রবেশ।
বিমান থেকে পানি ও রাসায়নিক ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফ্রান্সের বোরডেক্সে ২৫ হাজার একর এলাকায় ছড়িয়েছে দাবানল। নিয়ন্ত্রণে লড়ছে ৩ হাজার দমকল কর্মী। গিরোন্ডি অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে ১২ হাজারের বেশি মানুষকে।
আরও পড়ুন: তুষারঝড়ের কবলে আর্জেন্টিনা-চিলি সীমান্তে আটকে পড়েছে কয়েক হাজার ট্রাক
পর্তুগালে দাবানলের হটস্পট উত্তর পূর্বাঞ্চলীয় শহর পোর্তো। এরইমধ্যে পুড়ে গেছে ৭৫ হাজার একর এলাকা। উত্তরাঞ্চলে দমকল বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট। ভূমধ্যসাগরীয় এলাকার অন্যান্য দেশ ইতালি, গ্রিস, মরক্কোতেও ছড়িয়েছে আগুন। সূত্র: বিবিসি।
জেডআই/



Leave a reply