পৈতৃক বাড়ি দেখতে ৭৫ বছর পর পাকিস্তানে ভারতীয় নারী

|

ছবি: সংগৃহীত

১৯৪৭ সালে দেশভাগের সময় পাকিস্তান ছেড়ে ভারতে আসেন তরুণী রীনা ছিবার। এরপর কয়েকবার পৈতৃক ভূমিতে যেতে চাইলেও প্রতিদ্বন্দ্বী দেশ দুইটির রাজনৈতিক জটিলতায় সেটি আর হয়ে ওঠেনি। অবশেষে দীর্ঘ ৭৫ বছর পর শনিবার (১৬ জুলাই) পাকিস্তান পৌঁছান ৯২ বছরের রীনা।

পাকিস্তানি হাইকমিশন ওই নারীকে তিন মাসের ভিসা দিয়েছে। শনিবার ওই নারী পাকিস্তানের রাওয়ালপিন্ডির প্রেম নিবাসে অবস্থিত তার পৈতৃক বাড়ি দেখতে ওয়াঘা-আটারি সীমান্ত পাড়ি দেন। এ সময় তিনি উভয় দেশের সরকারকে ‘আসা এবং যাওয়া সহজ’ করার জন্য ভিসা বিধিনিষেধ সরল করতে ‘একসাথে কাজ করার’ আহ্বান জানান।

দেশভাগের আগে একটি বহু-সাংস্কৃতিক বৈচিত্র্যময় সম্প্রদায়ে বড় হয়ে উঠেছেন রীনা। বলেন, আমার ভাইবোনদের মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের বন্ধু ছিল যারা নিয়মিত আমাদের বাড়িতে আসত। আমাদের গৃহ-সহায়কও ছিলেন ভিন্ন সম্প্রদায়ের।

আরও পড়ুন: আকস্মিক ইউক্রেন সফরে গিয়ে হামলা জোরদার করতে বললেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

এর আগে, ১৯৬৫ সালেও একবার পাকিস্তানে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন রীনা। কিন্তু দুই প্রতিবেশী দেশের উত্তেজনা চলছিল বিধায় তিনি পাকিস্তান প্রবেশের অনুমতি পাননি। সূত্র: এনডিটিভি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply