
ছবি: সংগৃহীত।
ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনেও থাকছে বিজেপি নেতৃত্বাধীন জোটের চমক। শনিবার (১৬ জুলাই) পদপ্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করলো কেন্দ্রের ক্ষমতাসীন জোট এনডিএ। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
শনিবার দিল্লির গেস্ট হাউসে পৌঁছান ধনকড়। সেখানে, বিজেপির পার্লামেন্টারি দলের বৈঠকে তাকে প্রার্থিতা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। এর আগে, প্রেসিডেন্ট পদে দলিত রাজনীতিক দ্রৌপদী মুর্মুকে প্রার্থিতা দিয়ে সাড়া ফেলে বিজেপি। যা বিরোধী জোটের জন্য বিশাল চাপ। তারাও অভিজ্ঞ রাজনীতিক যশোবন্ত সিনহার নাম ঘোষণা করে।
ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণার ব্যাপারে এখনও কিছু জানায়নি বিরোধী জোট। তবে আগামী বৃহস্পতিবার মমতা ব্যানার্জির বাসভবনে হবে এ বিষয়ক জরুরি বৈঠক। সোমবার (১৮ জুলাই) ভারতে হবে প্রেসিডেন্ট নির্বাচন। পার্লামেন্টের উভয়কক্ষের এমপি এবং ২৮টি রাজ্যের বিধায়করা ভোট দেবেন। সে তালিকায় রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোও। ২১ জুলাই হবে ফল ঘোষণা। এরপরই ৬ আগস্ট হবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন।
এসজেড/



Leave a reply