
ছবি: সংগৃহীত
জার্মান ফুটবল গ্রেট উয়ি সিলার মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফুটবলার।
তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপে অংশ নেন সিলার। দেশের হয়ে করেন ৭২ ম্যাচে ৪৩ গোল। তিনবার জেতেন জার্মানির সেরা খেলোয়াড়ের পুরস্কার। তিনি ১৯৬০ সালে ব্যালন ডি’অরে তৃতীয় হন।
ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময়জুড়ে খেলেন হামবুর্গের হয়ে। ১৯৫৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ক্লাবের হয়ে ৫৮০ ম্যাচে ৪৯০ গোল করেন উয়ি সিলার। তার মৃত্যুতে শোক জানিয়েছে বুন্দেস লিগা’র ক্লাবগুলো।
ইউএইচ/



Leave a reply