
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের সাথে মিকচার মেশিনবাহী ভটভটির সংঘর্ষে নিহত ৫ নির্মাণ শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে শ্রমিকদের মরদেহ হস্তান্তর করা হয়। তাদের বাড়ি কাশিয়ানীর লক্ষীপুর ও পারুলিয়া গ্রামে।
নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাঠামদরস্ত রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে গোপালগঞ্জগামী ভটভটির সংঘর্ষে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে একই ট্রেনের ধাক্কায় আবু তালেব মোল্লা নামে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়।
এসজেড/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply