দারুণ খেলতে থাকার পর মাঠের বাইরে চলে যেতে হলো লিটনকে

|

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। সেঞ্চুরির পথেই ছিলেন ওপেনার লিটন দাস। তবে ৩৪তম ওভারের প্রথম বলে রানিং বিটুইন দ্য উইকেটের সময় চোট পান তিনি। পরে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

৩৪তম ওভারে বোলিং করতে আসেন স্পিনার সিকান্দার রাজা। রাজার গুড লেন্থের বল ডিপ স্কয়ার লেগে ঠেলে দিয়েই নন স্ট্রাইক প্রান্তে ছোটেন লিটন। তবে রান সম্পন্ন করতে পারলেও চোটে পড়েন লিটন। ফলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার আগের ওভারেই চার-ছক্কার মারে দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন এই ওপেনার। ৮৯ বলে ৮১ রান লিটনের।

লিটনের মাঠ ছাড়ার পর উইকেটে এনামুল হক বিজয়ের সাথে জুটি বেঁধেছেন মুশফিকুর রহিম। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৪ রান। এনামুল ২৯ বলে ২৮ রানে অপরাজিত আছেন। ১ রানে ব্যাট করছেন মুশফিক। এর আগে, দলীয় ১১৯ রানের মাথায় ৮৮ বলে ব্যক্তিগত ৬২ রান করে আউট হন তামিম ইকবাল।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply