
যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে এফবিআইয়ের অফিসে অনুপ্রবেশের চেষ্টা করায় রিকি শিফার (৪২) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সেখানকার নিরাপত্তা বাহিনী। খবর ইয়াহু নিউজের।
বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সিনসিনাটির নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার বরাতে ইয়াহু নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রিকি শিফার নামের ওই ব্যক্তি অস্ত্র হাতে ওহাইয়োর এফবিআই অফিসে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। তবে নিরাপত্তা কর্মীদের তৎপরতায় সে সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় দুপক্ষের মধ্যে গুলিবিনিময়ে রিকি নিহত হয়।
এ বিষয়ে এফবিআই প্রধান ক্রিস্টোফার রে বলেন, সংস্থার বিরুদ্ধে যেকোনো সহিংস ঘটনা আমেরিকানদের জন্য উদ্বেগজনক বিষয়।
যদিও পুলিশ এখন পর্যন্ত, নিহত ব্যক্তির উদ্দেশ্য নিয়ে কোনো মন্তব্য করেনি। কিন্তু ধারণা করছে, সন্দেহভাজন ব্যক্তি গেল বছর ক্যাপিটল হিলের দাঙ্গায় উপস্থিত ছিল।
এটিএম/



Leave a reply