
নবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ উপজেলার পশ্চিম কৈলাইল নতুন বাজার এলাকার একটি বাড়ির পুকুর থেকে শুক্রবার (১২ আগস্ট) সকালে গলায় বিদ্যুতের তার জড়ানো অবস্থায় মো. রাজিব (১৮) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি কৈলাইল ইউপি চেয়ারম্যান মো. বসির আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মৃত রাজিব কৈলাইল গ্রামের মো. সেন্টুর ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে রাজিব নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে এলাকাবাসী ও তার স্বজনরা পশ্চিম কৈলাইল নতুন বাজার এলাকার একটি বাড়ির পুকুরে গলায় বিদ্যুতের তার জড়ানো অবস্থায় রাজিবের মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে এ বিষয়ে সংবাদ দেয়া হলে দোহার নবাবগঞ্জ সার্কেল এ.এসপি, নবাবগঞ্জ থানার ওসিসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরে এ বিষয়ে জানানো হবে।
এটিএম/



Leave a reply