১৩৯ কেজি ওজন বলে ছেড়ে যান প্রেমিকা! এক বছরে ৭০ কেজি কমালেন যুবক

|

ছবি: সংগৃহীত

মোটা বলে ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা! ভেঙে না পড়ে প্রেমিকাকে উপযুক্ত জবাব দিতে নিজেকে বদলে ফেললেন যুবক। ভারতের নয়াদিল্লির বাসিন্দা ওই যুবকের নাম প্যাভি। টিকটকে ভিডিও তৈরি করে বেশ জনপ্রিয় তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্পর্কের শুরুতে প্যাভির ওজন স্বাভাবিক ছিল। নানা কারণে ধীরে ধীরে তা বাড়তে থাকে। প্যাভির ওজন যখন ১৩৯ কেজি, তখন সম্পর্কে ইতি টানেন প্রেমিকা। এমন স্থূলকায় মানুষের সঙ্গে থাকা যায় না। সে কথাই বলে যান প্রেমিকা।

এর আগে ওজন কমানোর কথা যে মনে হয়নি, এমন নয়। তবে এই ঘটনার পর প্যাভির মনে জেদ চেপে বসে। শুরু হয় তার ওজন কমানোর লড়াই। দিন-রাত জিমে পড়ে থাকতেন প্যাভি। সেই সঙ্গে কঠোর ডায়েট। পরিশ্রমে ফাঁকি দিতেন না তিনি। সব সময়ে মাথায় একটাই চিন্তা ঘুরতো রোগা হতে হবে। দীর্ঘ এক বছরের চেষ্টা ও পরিশ্রমে ৭০ কেজি ওজন কমান প্যাভি। ১৩৯-এর প্যাভি এখন ৬৯।

নিজেকে পুরোপুরি বদলে ফেলার পর কী প্রতিক্রিয়া প্যাভির এমন প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেছেন, আমি নিশ্চিত আমার নতুন রূপে দেখার পর প্রাক্তন আপসোস করবেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply