
ছবি: সংগৃহীত
ইউরো টানেলে যাত্রীরা মঙ্গলবার (২৩ আগস্ট) কয়েক ঘণ্টা আটকে পড়েন। মূলত, ফ্রান্স থেকে ইংল্যান্ডগামী একটি শাটল ট্রেন ভেঙে যাওয়ার ফলে এই দুর্ভোগ দেখা দেয় বলে জানিয়েছে ইউরো নিউজ।
৩৭ বছর বয়সী সারাহ ফেলোস নামের এক যাত্রী বলেন, সেখানকার পরিস্থিতি ছিল ভয়াবহ। এটা ছিল ভয়ঙ্কর সিনেমার কাহিনীর মতো। কী ঘটছে সেটি না জেনেই আপনি যেন অতল গহ্বরে তলিয়ে যাচ্ছেন। আমরা সবাই গভীর সমুদ্রের তলায় ছিলাম।
নাম প্রকাশ না করার শর্তে আরেক যাত্রী বলেন, সার্ভিস টানেলে নামার ব্যাপারে যাত্রীদের অনেকে আতঙ্কিত হয়ে পড়েছিল। সেটা এক অদ্ভূত জায়গা। আমরা সেখানে অন্তত পাঁচ ঘণ্টা আটকে ছিলাম।
লে শাটল প্রথমে এক টুইট বার্তায় জানায়, টানেলের ভেতরে একটি ট্রেন ভেঙে গেছে। তবে পরে তারা জানায় যে, আসলে ট্রেনটি ভেঙে যায়নি। ট্রেনটির এলার্ম বন্ধ হওয়ার কারণে তা খতিয়ে দেখা আবশ্যক হয়ে পড়েছিল। সবকিছু খতিয়ে দেখার পর যাত্রীদের সবাইকে নিরাপদে স্থানান্তর করা হয়েছে।
/এনএএস



Leave a reply