
ইংলিশদের জয়ের নায়ক অধিনায়ক বেন স্টোকস। ছবি: সংগৃহীত
জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসনদের বোলিং ফিগার দেখাতে পারে ইংল্যান্ডের জয়ের পথে তাদের অবদান। তবে
ম্যানচেস্টার টেস্টকে মনে রাখতে হবে সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসের ম্যাচ জয়ী পারফরমেন্সের জন্য। অধিনায়কের সামনে থেকে দেয়া নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৮৫ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১৫১ রানের জবাবে দুই বেন, স্টোকস ও ফোকসের জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪১৫ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ২৬৪ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে রবিনসন, অ্যান্ডারসন, স্টোকসদের বোলিং তোপে ১৭৯ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

ম্যানচেস্টারে আগের দিনের বিনা উইকেটে ২৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। কিন্তু ইংলিশ পেসে নাকাল হয়ে স্কোরবোর্ডে ৩১ রান যোগ করতেই ডিন এলগার, সারেল আরউই ও এইডেন মার্করামকে হারিয়ে বিপাকে পড়ে প্রোটিয়ারা। এরপর কিগান পিটারসেনের ৪২ আর র্যাসি ভ্যান ডার ডাসেনের ৪১ রানের ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রোটিয়ারা।
কিন্তু চা বিরতির আগে পরে টানা ১৪ ওভারের স্পেলে ম্যাচের মোড় সম্পূর্ণই ঘুরিয়ে দেন বেন স্টোকস। ক্রিজে থিতু হয়ে যাওয়া ব্যাটারদের জন্যও দুঃস্বপ্নের নামান্তর দুটি ডেলিভারিতে তিনি সাজঘরে ফেরান কিগান ও ডাসেনকে। সাথে আরও একবার নতুন ও পুরনো বলে ত্রাস ছড়িয়েছেন জেমস অ্যান্ডারসন। রবিনসন এরপর টেল এন্ডারদের বিদায় করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। ওলি রবিনসন ৪, আর জেমস অ্যান্ডারসন নিয়েছেন ৩ উইকেট।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান মহারণ; পাকিস্তানের দাপট নাকি ভারতের প্রতিশোধ
/এম ই



Leave a reply