প্রাণে বাঁচতে চাইলে দ্রুত ইউক্রেন ছাড়ুন, রুশ সেনাদের হুঁশিয়ার করলেন জেলেনস্কি

|

ছবি: সংগৃহীত

প্রাণে বাঁচতে চাইলে রুশ সেনাদের দ্রুত ইউক্রেন ছেড়ে পালানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২৯ আগস্ট) রাশিয়াকে এ বার্তা দেন তিনি। একই সাথে যুদ্ধে নিজেদের অগ্রগতির কথাও তুলে ধরেন এ নেতা।

জেলেনস্কি বলেছেন, আমাদের সেনারা নিজেদের লক্ষ্য অর্জনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। রুশ সেনাদের উদ্দেশে বলতে চাই, আমাদের সীমান্ত থেকে তাদেরকে যেকোনো মূল্যে বিতাড়িত করা হবে। তাই যদি বাঁচতে চান, এখনই ইউক্রেন ছেড়ে পালান।

এদিকে, নতুন করে ইউক্রেনে জোরদার হামলা শুরু করেছে রাশিয়ান বাহিনী। দেশটির সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র জাপোরিঝিয়ায় কয়েকদিন আগেই হয়েছে হামলা। সেই প্রেক্ষিতে জেলেনস্কি বলেছিলেন, বড় ধরনের পরমাণু বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে। সম্প্রতি দোনেৎস্কের ৫টি অঞ্চলে একযোগে চালানো হয় হামলা।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে মেয়েকে ধর্ষণ, অভিযোগ জানাতে গিয়ে পুলিশ কর্মকর্তার ধর্ষণের শিকার মা!

সূত্র: এনডিটিভি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply