
দেশে সারের পর্যাপ্ত মজুদ আছে। প্রশাসনিক ব্যর্থতার কারণে সারের বাজারে নৈরাজ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, সার পৌঁছাতে একদিন দেরি হলেই ডিলাররা কারসাজি করে কৃষকদের হয়রানি করছে। সার নিয়ে যে ডিলাররা কারসাজি করছে তাদের লাইসেন্স বাতিলে ব্যবস্থা নেয়া হবে। বগুড়া ও রংপুরের ডিলাররা এই সমস্যা করছে বলেও জানান কৃষিমন্ত্রী।
এ সময় দেশে চালের দাম বেশি, স্বল্প আয়ের মানুষ কষ্ট পাচ্ছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, চাল আমদানি করে দাম সহনীয় রাখার চেষ্টা করা হচ্ছে। ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল ভিয়েতনাম থেকে আনা হচ্ছে।
ইউএইচ/



Leave a reply