
বন্যার ভয়াবহতায় বিপর্যস্ত পাকিস্তানের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। দুর্গতদের সহায়তায় ১৬০ মিলিয়ন ডলারের তহবিল গঠনের কথাও জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগও জানান জাতিসংঘ মহাসচিব। সতর্ক করে বলেন, যেকোনো দেশই শিকার হতে পারে প্রাকৃতিক দুর্যোগের। জলবায়ু সংকটের কেন্দ্রে রয়েছে দক্ষিণ এশিয়া, এমন মন্তব্যও করেন।
আগামী সপ্তাহে বন্যা কবলিত পাকিস্তান সফরে যাবেন অ্যান্তনিও গুতেরেস। দেশটিতে এখনও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশে পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট, বাড়িঘর।
চলমান বন্যায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে কমপক্ষে ১ হাজার ১৩৬ জনের। ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখের বেশি। পাকিস্তানের দূর্গতদের সহায়তায় জাতিসংঘের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে অনুদানের অর্থ আরও বাড়বে বলে আশাবাদও জানান।
শাহবাজ শরীফ বলেন, আশা করছি সহায়তার পরিমাণ আরও বাড়বে। একটা বিষয় স্পষ্ট করতে চাই, সহায়তার অর্থ স্বচ্ছভাবে ব্যয় হবে। প্রতিটি মুদ্রা দুর্গতদের কাছে পৌঁছাবে। কোনো অপচয় হবে না। এটা আমার অঙ্গীকার।
/এমএন



Leave a reply