
নিহতের পরিবারের আহাজারি।
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকায় মাথা বিচ্ছিন্ন অবস্থায় ইয়াছিন আলী (৪৫) নামের এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইয়াছিন আলী শহরের সুলতানপুর কাজিপাড়ার মৃত শাহবাজ মোল্লার ছেলে। তিনি শহরের পুরাতন সাতক্ষীরা বাজারের চা বিক্রি করতেন।
বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মেয়ে জেসমিন নাহার জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে এক ব্যক্তি ইয়াছিনকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে আর বাড়িতে ফেরেননি তিনি। পরদিন সকালে তার মাথা বিচ্ছিন্ন লাশ পাওয়া গেছে।
এনিয়ে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, খবর পেয়েই পুলিশের পুরো টিম তদন্ত কার্যক্রম শুরু করেছে। মরদেহের বিচ্ছিন্ন মাথা এখনো খুঁজে পাওয়া যায়নি। ঘটনার ক্লু উদঘাটনে ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এসজেড/
 
				
				
				
 
				
				
			


Leave a reply