চার্লবি ডিন (১৯৯০-২০২২)
‘অপ্রত্যাশিত অসুস্থতা’য় নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ খ্যাত পাম ডি’অর জয়ী সাউথ আফ্রিকান অভিনেত্রী চার্লবি ডিন (৩২)। আগামী অক্টোবরে তার অভিনীত সবচেয়ে আলোচিত ও বিখ্যাত সিনেমা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ মুক্তির কথা রয়েছে। ডিসি কমিকসের টিভি সিরিজ ব্ল্যাক লাইটনিংয়েও অভিনয় করেছিলেন তিনি। খবর বিবিসির।
বুধবার (৩১ আগস্ট) চার্লবির প্রতিনিধিরা জানান, গত সোমবার (২৯ আগস্ট) নিউইয়র্কের একটি হাসপাতালে অপ্রত্যাশিত আকস্মিক অসুস্থতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ অভিনেত্রী। চার্লবির মৃত্যুর খবর জানিয়ে তার মা জোয়েন মুলার তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, আমাদের অপূর্ব নিঃশ্বাস আর কখনও শ্বাস নেবে না।
প্রসঙ্গত, ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সাউথ আফ্রিকান সিনেমা ‘স্পাড’ ছিল চার্লবির প্রথম সিনেমা। ২০১৩ সালে মুক্তি পায় স্পাড এ সিক্যুয়াল স্পাড ২: দ্য ম্যাডনেস কন্টিনিউজ। এই সিক্যুয়েলে অভিনয় করে বিশেষভাবে আলোচিত হন এ অভিনেত্রী। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’অর জয়ী সোশ্যাল স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’ এ-ও অভিনয় করেছিলেন চার্লবি। এ সিনেমায় মডেল ও বিত্তবানদের সামাজিক মর্যাদা কিভাবে অপ্রত্যাশিত ঘটনার ফলে হেয় প্রতিপন্ন হয়, তা দেখানো হয়েছে।
চার্লবির মৃত্যুর পর দ্য হলিউড রিপোর্টার-এর নির্বাহী সম্পাদক স্কট ফেইনবার্গ বলেছেন, তার মৃত্যু একটি ট্র্যাজেডি। তবে ‘ট্রায়াঙ্গেল অফ স্যাডনেস’ তাকে একজন তারকা বানাতে যাচ্ছে।
/এসএইচ
Leave a reply