টুইটার থেকে নেয়া ছবি।
বন্যা পরিস্থিতির উন্নতি নেই পাকিস্তানের তিন প্রদেশে। বেলুচিস্তান প্রদেশের ৩৪ জেলার ৩২টিকে দুর্যোগ কবলিত ঘোষণা করেছে প্রশাসন।
জানা গেছে, বেলুচিস্তান থেকে এ পর্যন্ত ২৯ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ভেসে গেছে ৬৪ হাজার বাড়িঘর। ক্ষতিগ্রস্ত আরও ১ লাখ ৮৫ হাজার। এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৫ লাখ গবাদি পশুর। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কোয়েটাসহ আটটি জেলা। একই পরিস্থিতি খাইবারপাখতুন তোয়াতেও।
বুধবার (৩১ আগস্ট) প্রদেশটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ঘোষণা দেন ১০০ কোটি রুপির তহবিল গঠনের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২৫ হাজার রুপি ও মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার কথাও জানান তিনি। এদিকে, সিন্ধু প্রদেশে প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা।
বন্যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পাকিস্তানের অন্তত ৬৪ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। বন্যা কবলিত এলাকাগুলোয় ব্যাপকহারে ছড়াচ্ছে পানিবাহিত রোগ। প্রায় ৯০০ হাসপাতাল তলিয়ে যাওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা।
/এসএইচ
Leave a reply