হত্যা, নির্যাতন, গুম ও হামলা করে জনগণের আন্দোলন নস্যাৎ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের সময় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গত কয়েকদিন জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন নস্যাৎ করতে সরকার সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিএনপি এখনো জনগণকে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্ত করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র ফিরিয়ে আনাই দলের একমাত্র শপথ বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জিয়া হত্যার ঘটনা উদঘাটনে কমিশন গঠন করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
ইউএইচ/
Leave a reply