
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার বীর সৈনিকদের মধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী ও সচিব কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র ও স্মার্ট কার্ডগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, সহকারি কমিশনার (ভূমি) মারুফ আবজাল রাজন, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডল।
সনদ বিতরণ অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
/এডব্লিউ



Leave a reply